দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা কয়েক সপ্তাহ ধরে ছিল তাপপ্রবাহের দাপট। সর্বোচ্চ তাপমাত্রা পারদ কোনও কোনও জেলায় ৪৩-৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তারপর ঝড়-বৃষ্টি শুরু হতেই এক ধাক্কায় ১১-১২ ডিগ্রি পারদ নেমে গিয়েছে। রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরে মনোরম পরিবেশ রয়েছে। গত কয়েকদিন কালবৈশাখী ঝড়ের দাপট ছিল চোখে পড়ার মতো। ঝড়-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনকী শিলাবৃষ্টি হয়েছে জেলায়-জেলায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল পর্যন্ত। তবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি চলবে। সকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে । বেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া, উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকায়।