তীব্র দাবদাহের কবলে দক্ষিণবঙ্গ। কলকাতায় তাপপ্রবাহ।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি । বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা এক লাফে বাড়বে। এর মধ্যে ৮ টি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে ।

সাধারণত অঞ্চল ভেদে তাপপ্রবাহ বা দাবদাহের তাপমাত্রা আলাদা হয়। যেমন কোনো অঞ্চলের স্বাভাবিক গড় বা সর্বোচ্চ তাপমাত্রা যদি ২০ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে কয়েকদিন ধরে ৩০ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করলে সেটাকে দাবদাহ বলা হবে। কিন্তু যে অঞ্চলের স্বাভাবিক গড় বা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু এটাকে দাবদাহ বলা যাবে না।

আমাদের এখানে গড় তাপমাত্রা ধরা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার ব্যাপ্তিটা হলো, ১৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তাই আমাদের দেশের ক্ষেত্রে কোনো অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মৃদু দাবদাহ বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে ধরা হয় মাঝারি দাবদাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ধরা হয় তীব্র দাবদাহ চলছে। অর্থাৎ স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ৩৪-৩৫ ডিগ্রির আশেপাশে থাকে সেটাই দীর্ঘদিন ৪ ডিগ্রির বেশি থাকলে তখন দাবদাহ বা তাপপ্রবাহের পরিস্তিতি সৃষ্টি হয়েছে বলে ধরা হয় । বর্তমানে কলকাতা সংলগ্ন এলাকায় ৩ থেকে ৪০ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। আজ থেকে আগামী ২৭ তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা ৪০° ডিগ্রির উপরে থাকার সম্ভাবনা । আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তাপমাত্রা ৪৩° ডিগ্রির আশেপাশে পৌঁছে যাওয়ার । এরই মাঝে কোনো উচ্চচাপ সৃষ্টি না হলে এবং পশ্চিমী শুষ্ক বাতাস বন্ধ হয়ে সাগর থেকে জলীয়বাষ্প যুক্ত বাতাস প্রবেশ শুরু না করলে আগামী ১০ দিন ভয়ঙ্কর পরিস্থিতির সন্মুখীন হতে চলেছি আমরা ।

কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার থেকে তাপপ্রবাহ শুরু হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এর মধ্যে ৮ টি জেলাতে বইবে লু। সংশ্লিষ্ট জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে ‘সিভিয়ার হিটওয়েভ’ বা অতি তীব্র তাপপ্রবাহ শুরু হবে।

বৃহস্পতিবার থেকে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে’র মধ্যে যারা বাড়ির বাইরে কাজের প্রয়োজনে বার হবেন তাদের বেশ কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। সুতির জামা পড়ুন। মাথা ঢেকে রাখতে হবে, প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করতে হবে। অথবা পাতলা কোন কাপড় দিয়ে মাথা এবং নাক মুখ ঢেকে নিতে হবে। সানগ্লাস ব্যবহার করতে হবে। জল বেশি করে খেতে হবে। রোদের মধ্যে একটানা দাঁড়িয়ে থাকা উচিত নয়।

এই মুহূর্তে তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার সহ হিমালয় সংলগ্ন অংশ বাদে সব জায়গাতেই পারদ বাড়তে থাকবে । উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]