দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে নির্দিষ্ট করে বলা না গেলেও বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। উত্তর পূর্ব ভারতের মেঘালয় থেকে পূর্ব ভারতের বিহার পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে । যার প্রভাবে যেমন উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত রয়েছে তার সাথে মৌসুমী বায়ুকে দ্রুত পূর্ব ভারতের দিকে এগোতে সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে ।
আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা । যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা । সিকিম ও অরুণাচল প্রদেশ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার পর্যন্ত। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বৃদ্ধি সাথে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ।