গতবছরের মতো এই বছরেও দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার প্রথম স্পেলে বৃষ্টির ঘাটতি।

উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে চললেও সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গড়ে বৃষ্টির ঘাটতি ৬০% এর বেশি । বর্ষার শুরু থেকে একটি দূর্বল নিম্নচাপ ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের কপালে বিশেষ বারি ধারার সাক্ষাৎ হয়নি। ১৭ ই জুলাই থেকে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সক্রিয় হয়েছে । যার প্রভাবে অন্ধ্র ও উড়িষ্যা জুড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে পরবর্তী ৪-৫ দিন । এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের কপালে কিছুটা বৃষ্টি জুটলেও ভারী বৃষ্টির পরিস্থিতি তখনই তৈরি হবে যখন নিম্নচাপটি বাংলার উপকুলের দিকে সরে আসবে ।

তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পরিস্থিতি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে রয়েছে । প্রত্যাশা করা যায় বর্ষার দ্বিতীয় স্পেলে ভারী বৃষ্টির প্রভাব থাকবে এবং বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ করতে সমর্থ হবে ।

দক্ষিণবঙ্গের এই পরিস্থিতির কারণ নিয়ে অনেক লেখা লেখি পূর্বে করেছি । নতুন করে আর লেখার প্রয়োজন নেই । শুধু দয়াকরে এসি ব্যবহার কম করুন এবং কংক্রিটের চাদরে পরিবেশকে ঢেকে দেওয়া থেকে দূরে থাকুন 🙏

#monsoon #rain #kolkata #nature

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]