দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ !!
দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ !!

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ !!

উত্তরবঙ্গের প্রবেশ করার ২১ দিন পর শুক্রবার সকালে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বর্ষা পদার্পণ করে। শুক্রবার দুপুরের দিকে বর্ষা প্রবেশ করেছে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়। আংশিকভাবে বর্ষা ঢুকেছে বীরভূমের মুর্শিদাবাদ ঘেঁষা অংশে, পূর্ব বর্ধমানের নদীয়া ঘেঁষা অংশে, হুগলির নদিয়া ও উত্তর ২৪ পরগনা ঘেঁষা অংশে এবং হাওড়ার কিছু অংশে ।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলা গুলোতে দুপুরের পর থেকে হাল্কা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]