শুক্রবার বেলা আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বাংলার পশ্চিমের জেলার তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া, শ্রীনিকেতনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিং ও দমদমে উষ্ণতার পরিমান যথাক্রমে ৪০ ও ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিনও সল্টলেকে পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।
আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ° ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।