সাইক্লোন “ডানা” আপডেট 🌀

মায়ানমার ও আন্দামানের মাঝে আন্দামান সাগরের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ২০ তারিখ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে । যা আগামী ২২ তারিখে প্রথমে গভীর নিম্নচাপে এবং ২৩ তারিখ সাইক্লোনের আকার ধারণ করবে যার নাম “ডানা” (কাতারের দেওয়া নাম)। পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে মুভ করে ২৪ তারিখ নাগাদ উড়িষ্যা – অন্ধ্র/ বাংলার উপকূলের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ।

সাইক্লোনের রূপ নেওয়ার পর সাগর থেকে শক্তি সঞ্চয় করলেও উপকূলের কাছাকাছি আসার আগেই শক্তি হ্রাস করার সম্ভাবনা অত্যধিক। স্থলপথে প্রবেশ করার মুহূর্তে বাতাসের গতিবেগ ১০০-১২০ কিমি প্রতি ঘণ্টায় থাকার সম্ভাবনা । অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ভারত জুড়ে থাকছে ।

সম্ভাব্য ল্যান্ডফল করার স্থান :

• উত্তর পশ্চিম দিকে মুভ করলে উড়িষ্যার পুরী উপকূল অথবা পারাদ্বীপ অঞ্চল। যার ফলে উড়িষ্যার বিভিন্ন অংশে দুর্যোগের সম্ভাবনা। সাথে বাংলার সমূদ্র উপকূল জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্র উপকূল অংশে দূর্যোগ। (এর সম্ভাবনাই এখনও পর্য্ত সর্বাধিক)

• উত্তর দিকে মুভ করে গেলে সেটি সরাসরি বাংলার উপকূল অংশ তথা সাগরদ্বীপ এবং হলদিয়া হয়ে স্থলপথে প্রবেশ করতে পারে। তখন সমগ্র দক্ষিণবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ড এবং বাংলাদেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকছে ।

• উত্তর পূর্ব দিকে মুভ করলে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে । তখন পরোক্ষ ভাবে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়বে । সাথে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা ।

** সম্ভাবনা যাই থাকুক অতীতের সাইক্লোন গুলোর মত ধ্বংসাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা ক্ষীণ। তাই অহেতুক আতঙ্কিত হবেন না ।

এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন

ধন্যবাদ
নেচার এন্ড ওয়েদার ওয়ার্ল্ড

বঙ্গোপসাগরে ডানার আতঙ্ক
বঙ্গোপসাগরে ডানার আতঙ্ক

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]