বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, দুর্যোগের সম্ভাবনা বিভিন্ন রাজ্যে!!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে পুরীর অদূরে অবস্থান করছে । যার প্রভাবে অন্ধ্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার পশ্চিমাংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ৪৮ ঘন্টায় । পরবর্তী সপ্তাহ জুড়ে সমগ্র মধ্য ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

উড়িষ্যা উপকূল ও বাংলার উপকূলের জেলা গুলোতে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২-৩ দিন । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে হাল্কা থেকে মাঝারী বৃষ্টি চলবে । উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গ জুড়ে ও মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন । ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অংশে।

দক্ষিণ ও পশ্চিম ভারতের উপকূল অংশ বিশেষ করে গুজরাট ও মুম্বাই সংলগ্ন অংশে আগামী সোমবার থেকে পরবর্তী ৭২ ঘন্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা । উত্তর ভারতের কাশ্মীর ও পাঞ্জাব সংলগ্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবারের পর থেকে ।

দেবভূমি উত্তরখণ্ড এ বর্তমানে যারা আছেন সতর্ক থাকুন আগামী রবিবার থেকে পরবর্তী ৪-৫ দিনের মধ্যে উত্তরকাশি, কেদারনাথ, জোশিমঠ সংলগ্ন অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা ।

আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট পেতে Nature and Weather World পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন 🙏

#weather #WeatherUpdate #rain #monsoon

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]