বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় !!!

গত কয়েকদিনে বৃষ্টিতে নদীর জল বেড়েছে। ঝাড়খণ্ড সহ পূর্ব ভারত জুড়ে ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অবনতির দিকে। কোথাও নদী বইছে বিপদসীমার উপরে, তো কোথাও আবার বিপদসীমা ছুঁইছুঁই। ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা এখন কার্যত জলে তলায়। শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বীরভূমের লাভপুরে প্রবল বৃষ্টি ভেঙে গিয়েছে কুরে নদীর বাঁধ। বন্যার কবলে ১৫টি গ্রাম।

এদিকে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর জলে ভাসছে হুগলির আরামবাগ। ডুবে গিয়েছে ফসল, মাথা হাত কৃষকদের। বাদ নেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার একাংশও। সংবাদে প্রকাশ মঙ্গলবার বিকেলের পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ২ লক্ষ ৪২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান মানা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার যে সব অঞ্চল দামোদরের ধারে, সেই জায়গাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দূর্যোগ
বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় !!!

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]