মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকায় উত্তর পূর্ব ভারত জুড়ে আগামী ৩-৪ দিন টানা বৃষ্টিপাত চলবে । অতিভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা সিকিম, দার্জিলিং সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় । উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের নদীগুলোর জলস্থর বৃদ্ধি ও ভূমিধ্বসের সম্ভাবনা থাকছে ।

অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেবভূমি সহ উত্তরাখণ্ড ও হিমাচলের কিছু অংশে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র সংলগ্ন অংশে। উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহ জুড়ে থাকছে। দক্ষিণ ভারতের পশ্চিম উপকূল ও কেরালায় বৃষ্টিপাত চলবে।

দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতা সংলগ্ন অংশে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

#monsoon #WeatherUpdate #kolkata

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]