বর্তমানে নিম্নচাপের অবস্থান দক্ষিণবঙ্গের উপর তার সাথে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি চলছে । আজ ১৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া, দুই বর্ধমান সহ পশ্চিমের সব জেলায় । মাঝারী থেকে ভারী বৃষ্টি চলবে মালদহ ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে। মাঝারী থেকে ভারী বৃষ্টি কলকাতা ও হাওড়া জুড়ে চলবে ।

পূর্বের আপডেট অনুসারে আজ রাত থেকে কমে যাওয়ার সম্ভাবনা বলা থাকলেও এই মুহূর্তে নিম্নচাপের অগ্রসর হওয়ার গতিবেগ মন্থর ফলে নিম্নচাপের প্রভাব আগামীকাল সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা । আগামীকাল দুপুর থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে ।

বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় !!
বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় !!

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]