৯০ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় চিডো। হতাহতের সংখ্যা হাজারের অধিক।

শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে লন্ডভন্ড ফ্রান্সের মায়োট দ্বীপ। হতাহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে। ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপটি। বন্ধ হয় যোগাযোগ ব্যবস্থাও।

৯০ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় চিডো। হতাহতের সংখ্যা হাজারের অধিক।
৯০ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় চিডো। হতাহতের সংখ্যা হাজারের অধিক।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]