কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্তিতি
রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে অবস্থিত। যার প্রভাবে শুষ্ক বাতাস প্রবেশ করছে ফলে তপপ্রবাহের পরিস্তিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।
পশ্চিমের জেলা গুলোতে তাপপ্রবাহের সতর্কতা। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা থাকছে । জেলা গুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২° ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। শুষ্ক বাতাস গরমের তীব্রতা আরও বৃদ্ধি করবে ।
উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন এলাকা বাদে সব জেলাতেই পারদ স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা । দার্জিলিং সংলগ্ন অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
কলকাতা সংলগ্ন এলাকায় আজ শুষ্ক বাতাসের প্রভাবে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০° ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।
এই মুহূর্তে দার্জিলিং বাদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। আগামী সপ্তাহ জুড়ে এই পরিস্তিতি বদলের সম্ভাবনা ক্ষীণ। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন ।