তাপপ্রবাহ চলবে বঙ্গে। পারদ ছুঁলো ৪৫.১° ডিগ্রিতে

কলকাতা সহ আশেপাশের এলাকায় আজ তাপমাত্রা পেরিয়েছে ৪২ ডিগ্রির গন্ডি। রিয়েল ফিল প্রায় হাফ সেঞ্চুরি। বেলা বাড়লে বইছে লু। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগরে ৪৫.১° ডিগ্রি, বাঁকুড়ায় ৪৪.৬° ডিগ্রি, মেদিনীপুর শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪.৫° ডিগ্রী সেলসিয়াস। কলকাতায় ৪০.২° ডিগ্রি হলেও দমদমের পারদ ৪২° ডিগ্রি অতিক্রম করে যায় ।

এই দাবদাহ চলবে যার ফলে আর তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের (Heat Stroke) সম্ভাবনা। তাই প্রখর রোদ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন । সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সতর্ক থাকুন।

তাপপ্রবাহ চলবে বঙ্গে। পারদ ছুঁলো ৪৫.১° ডিগ্রিতে

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]