একদিকে পৃথিবীকে বাঁচানোর লড়াই আর অন্য দিকে বনভূমি ধ্বংস । সমগ্র পৃথিবীতে বনভূমি ধ্বংসের নিরিখে নাইজেরিয়া সবার উপরে। শেষ পাঁচ বছরেই শুধু দেশের অর্ধেক বনভূমি ধ্বংস করা হয়েছে । মহাদেশ হিসেবে সবচেয়ে বেশি বনভূমি ধ্বংস হয়েছে আফ্রিকা মহাদেশে । এর কারণটা বেশ অবাক করার মত। পৃথিবীর উন্নত দেশগুলো নিজেদের খাদ্য সম্ভার বৃদ্ধির জন্য বেছে নিয়েছে আফ্রিকার পিছিয়ে থাকা দেশ গুলোকে । বলা চলে নির্বিচারে ধ্বংস করে সেখানে কৃষিক্ষেত সৃষ্টি করা হয়েছে । এখনও পর্যন্ত ৩ হাজার কোটি বৃক্ষ নিধন সমগ্র পৃথিবী জুড়ে হয়েছে যার ৪৫% আফ্রিকায়। দক্ষিণ আমেরিকায় প্রায় ২৫% । পিছিয়ে নেই এশিয়া মহাদেশ ও, প্রায় ২০% বৃক্ষ নিধন হয়েছে যার মধ্যে সর্বাধিক ভারত ও মায়ানমার ।

২০২০ সালের হিসাবে শুধু ভারতেই ১ লক্ষ ৩২ হাজার হেক্টর বনভূমি উচ্ছেদ হয়েছে । বছরে গড়ে ১৩.৭ মিলিয়ন হেক্টর বনভূমি উচ্ছেদ হচ্ছে যা গ্রীসের আয়তনের সমান । অর্থাৎ গ্রীসের আয়তনের সমপরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে প্রতিবছর ভারতে । সেখানে ইউরোপ এবং রাশিয়া জুড়ে ২৩% বনভূমি বৃদ্ধি পেয়েছে ।

আগামীর পৃথিবী এই ধ্বংসলীলায় বিপন্ন বিপন্ন সমগ্র জীবজগৎ।

✒️ Nature & Weather World

#climate #nature #heatwave #india

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]