ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও অত্যধিক বজ্রপাতের সতর্কতা বঙ্গে
শনিবারই শেষ হয়েছে তাপপ্রবাহের স্পেল। আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে কমতে পারে ৭ ডিগ্রি তাপমাত্রা। সোমবার থেকে পরবর্তী সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে সপ্তাহভর বৃষ্টি হতে পারে সমগ্র বঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
সোমবার দক্ষিণবঙ্গের বীরভূম, নদীয়া, উত্তর ও পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়ার সাথে অত্যধিক বজ্রপাত সহ ভারী বৃষ্টির সতর্কতা দুপুর থেকে। অতি ভারী বৃষ্টির সতর্কতা নদীয়া ও উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকায়। বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের সব জেলাতেই।
দিনভর মেঘলা আকাশ ও বাতাসের দাপট থাকলেও দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা । অত্যধিক বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন সংলগ্ন এলাকা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল ভাগে । এই সব এলাকায় এক লপ্তে ৬০-৭০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।
লকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০-৬৫ কিমি থাকার সম্ভাবনা ।