আনুষ্ঠানিক ভাবে বর্তমান বছরে আন্দামানে ১৯-২০ মে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে । সাধারনত বর্ষা মে মাসের তৃতীয় সপ্তাহে প্রবেশ করে কোনো ঘূর্ণিঝড়ের হাত ধরে আন্দামানে । এবছরও তাই হতে চলেছে । আগামী ২০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের আন্দামান ও মায়ানমারের মধ্যভাগে এটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ।

ভারতের মূল ভূখণ্ডে সাধারণত কেরালা হয়ে জুন মাসের প্রথম সপ্তাহে ২ থেকে ৪ তারিখের মধ্যে প্রবেশ করে । এখনও পর্যন্ত যা পরিস্তিতি তাতে স্বাভাবিক সময়েই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]