সুন্দরবন সংলগ্ন অংশ দিয়ে স্থলপথে প্রবেশ করার পর বর্তমানে সাইক্লোনের চোখ ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের সাতক্ষীরার কাছে অবস্থান করছে । সুন্দরবন, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়ার দাপট সহ বৃষ্টির সতর্কতা। দুপুরের পর বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সাইক্লোনের চোখের পরিধির মধ্যে থাকায় বৃষ্টি ও ঝড়ের তীব্রতা সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতিবেগ বৃদ্ধি হতে থাকবে ।

এই দূর্যোগ আজ সন্ধ্যা পর্যন্ত চলবে পশ্চিমের জেলা গুলো বাদে সব জেলাতেই । কলকাতা ও তার সংলগ্ন জেলা গুলোতে বাতাসের তীব্রতা ৭০ কিমি এর আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা।

সাইক্লোন রেমাল বেলা ১১ টা এর পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সরতে শুরু করবে ।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]