আজ বিশ্ব পরিবেশ দিবস 🌲🌴
প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। এ সংকট বিশেষ কোনো গোষ্ঠী, দেশ বা জাতির নয়, সমগ্র মানবজাতির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন পরিবেশ। মানুষের বসবাস উপযোগী বিশ্ব গড়ার লক্ষ্যে চাই দূষণমুক্ত পরিবেশ। তাই বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয় ‘পরিবেশ দিবস’।
পরিবেশ সুরক্ষায় প্রয়োজন সচেতনতা। সচেতনতার মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে পারি। এর ফলে বাঁচবে পৃথিবী, বাঁচবে মানবজাতি। এজন্য প্রয়োজন পরিবেশবান্ধব চিন্তা-চেতনা।
আমাদের নির্বুদ্ধিতার প্রভাব প্রকৃতির উপর কিভাবে পড়ছে তা একটু পরিবেশের দিকে নজর দিলেই বুঝতে পারবো। যথেচ্ছ বৃক্ষ নিধন করে কংক্রিটের জঙ্গল ও অপরিকল্পিত নগরায়ন, উন্নয়নের নামে ফাঁকা জায়গাতে ও জলাশয়ের চারিদিকে কংক্রিট দিয়ে ঢালাই ও আধুনিকতার মোড়কে সড়কের পাশের বৃক্ষ নির্বিচারে নিধন, নিত্যদিন যানবাহন বৃদ্ধি যা পরিবেশের ভারসাম্য হারিয়েছে । ফলে বর্ষার আগে যে পরাক বর্ষার বৃষ্টি হয় তা নিরুদ্দেশ, অনিয়মিত বৃষ্টির সাথে তাপপ্রবাহ ও বজ্রপাতের আধিক্য যা ভয়াবহ আকার ধারণ করেছে।
এক দিনে এই বিপর্যয় থেকে মুক্তি নেই । এই বিপর্যয় থেকে মুক্তি পেতে আমাদের সচেতন হতেই হবে । প্লাস্টিক পণ্য পরিত্যাগ, অকারণে নগরায়নের নামে কংক্রিটের জঙ্গল সৃষ্টি থেকে দূরে থাকা এবং যানবাহন নিয়ন্ত্রণ এ নজর দিতেই হবে আমাদের । তবেই আমাদের এই বসুন্ধরা সুস্থ থাকবে সুস্থ থাকবো আমরা ।
তাই আসুন এই পৃথিবীকে বাঁচাতে, নিজেরা বাঁচতে গাছ লাগাই 🌲🌴🌿🌳 🙏
🌿🌳🖋️ শিবনাথ প্রধান
Nature and Weather World