কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা কবে !!!!!
সাইক্লোন রেমাল এর প্রভাবে খুব দ্রুত মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করার পর দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ভারত জুড়ে প্রভাব বিস্তার করে। ৩০ শে মে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকে বিশেষ অগ্রগতি হয়নি । ১০ই জুন পর্যন্ত যা অগ্রগতি তাতে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের নিচে যেমন নামেনি তেমনি দক্ষিণ ভারত থেকে দ্রুত মধ্য ও পশ্চিম ভারতের মহারাষ্ট্র অতিক্রম করতে চলেছে ।
পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে মায়ানমার উপকুলের কাছে অবস্থানরত ঘূর্ণাবর্ত । আগামী ৩-৪ দিনেই পরিস্থিতি অনুকূল হবে বলেই অনুমান করা হচ্ছে।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে পারদ নিম্নগামি হওয়ার স্ভাবনা ক্ষীণ। ১৫-১৭ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হলেও সম্পূর্ণ রূপে বর্ষা নামার সম্ভাবনা ১৯ তারিখের পর থেকে। এর মাঝে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরমের অস্বস্থি বজায় থাকবে। তীব্র গরমের দাপট থাকবে দিল্লি, উত্তর প্রদেশ ও বিহার – ঝাড়খন্ড জুড়ে।
উত্তরবঙ্গ জুড়ে আগামী সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে । প্রবল বৃষ্টিপাতের সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন অংশে।