দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা এই সপ্তাহ জুড়ে থাকছে।

উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড জুড়ে আগামী ৫-৬ দিন ভারী বৃষ্টির সতর্কতা । যার ফলে গঙ্গা ও দামোদর নদের জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে নিম্ন গাঙ্গেয় অববাহিকায় দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ।

গুজরাট ও মধ্য প্রদেশের কিছু অংশে আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের কারণে দুর্যোগের সম্ভাবনা। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন অংশে বৃষ্টি চলবে । ফলে পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকছে । সপ্তাহের শেষ দিকে পশ্চিমের রাজ্য গুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

যারা এই মুহূর্তে উত্তরাখণ্ড সহ হিমাচলের দিকে আছেন বা যাওয়ার পরিকল্পনা করেছেন তারা সতর্ক থাকুন আগামী ৩ তারিখের পর থেকে পরবর্তী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টিপাত চলবে তেমনি উত্তরবঙ্গ ও বিক্ষিপ্ত ভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪-৫ দিন । আগামী ৪ থেকে ৬ তারিখ দার্জিলিং ও সিকিম জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা ফলে ভূমি ধ্বসের সম্ভাবনা থাকছে ।

পূর্বেই আপডেট দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। শুধুমাত্র বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি চলবে এই সপ্তাহ জুড়েই।

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]