প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ ২ শতাধিক। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টিতে প্রাণ গেছে ৯ জনের। রেড অ্যালার্ট জারির পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল। হিমাচলে নিখোঁজ ২০ জন। বর্ষার প্রভাব পড়েছে উত্তরাখণ্ডে প্রাণ গেছে ৩ জনের, আটকা পড়েছেন অনেক পুণ্যার্থী। আগামী ৭২ ঘন্টায় সমগ্র ভারত জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।
ভারী বৃষ্টিতে মঙ্গলবার কেরালার ওয়েনাড়ের একাধিক পার্বত্য এলাকায় ৪ ঘণ্টার ব্যবধানে ৩টি ভূমিধ্বস এর ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে অসংখ্য মানুষ।
এসব ভূমিধসে মৃতের সংখ্যা কেবলই বাড়ছে। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ২ শতাধিক মানুষ। বিরূপ আবহাওয়াব ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
#rain #monsoon #uttarakhand #kerala #keralatourism #himachalpradesh