🌀সাইক্লোন ডানা আপডেট🌀
২৩ শে অক্টোবর, সকাল ৫ টা :

পারাদ্বীপ থেকে ৬৪০ কিমি, সাগরদ্বীপ থেকে ৭০০ কিমি এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৮০ কিমি দূরে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অবস্থান করছে । আগামী ৬ ঘণ্টায় নিম্নচাপটি সাইক্লোনের রূপ নেবে।

আগামী কয়েক ঘন্টায় সাইক্লোনের রূপ নেওয়ার পর ডানা / দানা (কাতারের দেওয়া নাম) উত্তর পশ্চিম দিকে দ্রুত মুভ করে আগামী ২৪ ঘন্টায় উড়িষ্যা ও বাংলার উপকুলের কাছাকাছি সরে আসার সম্ভাবনা। ২৪ তারিখ (বৃহষ্পতিবার) রাত অথবা ২৫ তারিখ (শুক্রবার) ভোররাতে উড়িষ্যার পারাদ্বীপ – দামড়া হয়ে স্থলপথে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি উত্তর দিকে এগিয়ে যায় তখন পশ্চিমবঙ্গের হলদিয়া অথবা সাগরদ্বীপ হয়ে স্থলপথে প্রবেশ করার সম্ভাবনা থাকছে ।

সাইক্লোন ডানা সৃষ্টির পর থেকে উপকুলভাগে দ্রুত পৌঁছানোর কারণে এবং এই সময়কালে চীন সাগরে সৃষ্ট অতি শক্তিশালী টাইফুন ট্রামি যা বর্তমানে ফিলিপিন্সের কাছে অবস্থান করছে তার প্রভাবে সাগর থেকে শক্তি সঞ্চয় করতে অক্ষম। ফলস্বরূপ সাইক্লোন ডানা উপকূলে পৌঁছানোর পূর্বেই শক্তিক্ষয় করে গভীর িম্নচাপ অথবা দূর্বল সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা সর্বাধিক ।

সাইক্লোন ডানা এর প্রভাব কোথায় কতটা :

সাইক্লোন ডানা এর সর্বাধিক প্রভাব উড়িষ্যার উপকূল ও বাংলার উপকুলের সুন্দরবন, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় পড়ার সম্ভাবনা।

•পুরী : ২৩ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ থেকে ৭০ কিমি থাকার সম্ভাবনা।

• পারদ্বীপে : ২৩ তারিখ সকাল থেকে ২৫ তারিখ দুপুর পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ থেকে ৯০ কিমি থাকার সম্ভাবনা।

• দামড়া : ২৩ তারিখ সকাল থেকে ২৬ তারিখ সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ থেকে ৯০ কিমি থাকার সম্ভাবনা।

• চাঁদিপুর : ২৩ তারিখ দুপুর থেকে ২৫ তারিখ রাত পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ থেকে ৯০ কিমি থাকার সম্ভাবনা।

• দিঘা : ২৩ তারিখ দুপুর থেকে ২৫ তারিখ রাত পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৭০ থেকে ৮০ কিমি থাকার সম্ভাবনা।

• সাগরদ্বীপ : ২৩ তারিখ সকাল থেকে ২৬ তারিখ রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ থেকে ৯০ কিমি থাকার সম্ভাবনা।

• কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ: ২৩ তারিখ সকাল থেকে ২৬ তারিখ রাত পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়কালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫০ থেকে ৬০ কিমি থাকার সম্ভাবনা।

• দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে সঙ্গে ৩০-৪০ কিমি বেগে হাওয়ার দাপট থাকবে ।

*** এখানে পূর্বাভাস যা দেওয়া আছে তার কোনো পরিবর্তন হলে অবশ্যই আপডেট দেওয়া হবে । তবে সাইক্লোন ডানা নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে । আতঙ্কে নয় সচেতন থাকুন বাকিদের সচেতন করুন ।

ধন্যবাদ
নেচার এন্ড ওয়েদার ওয়ার্ল্ড

সাইক্লোন ডানা আপডেট!!!
সাইক্লোন ডানা আপডেট!!!

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]