গ্র্যাভিটি হোল বা নরকের দরজা কি ???
ভারত মহাসাগরের নীচে লুকিয়ে আছে অনেক অনেক রহস্য। তারই মধ্যে অন্যতম হল গ্র্যাভিটি হোল। ‘মাধ্যাকর্ষণ গর্ত’ বা ‘গ্র্যাভিটি হোল’ যা ভারতের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ৩০ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে রয়েছে । সেই বিরাট ডোবা বা খাল বা গর্তের মতো অংশটিকে বলা হচ্ছে ইন্ডিয়ান ওশান জিওয়েড লো (IOGL)।
১৯৪৮ সালে এই জায়গাটি আবিষ্কারের পর থেকেই এর পেছনের রহস্যের খোঁজ শুরু করেন বিজ্ঞানীরা। তবে সাফল্য এসেছে এখন। পাঁচটি কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা এই জায়গার টেকটোনিক আন্দোলন কীভাবে ঘটছে তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন।
লক্ষ লক্ষ বছর আগে ভারত একসময় আফ্রিকার অংশ ছিল। পরে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের দিকে চলে যায়। এই অংশটি এগিয়ে যায় এবং প্রাচীন টেথিস সাগরের সামুদ্রিক বিছানাটি ম্যান্টেলের নীচে আসতে শুরু করে। এভাবে ভারত মহাসাগর তৈরি হতে থাকে। বিজ্ঞানীরা মনে করছেন, প্রায় দু’কোটি বছর ধরে এই প্রক্রিয়াটি চলে। সেইসময় টেথিস মহাসাগর যখন পৃথিবীর কোলে হরিয়ে যেতে থাকে তখন প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। ফলে সেই জায়গার মাঝে বেশ কিছুটা জায়গা খালি থেকে যায়।
এই এলাকায় মাধ্যাকর্ষণ এতটাই কম যে এই এলাকার জলস্তর প্রায় ৩২৮ ফুট নীচে নেমে গেছে। এই গর্তটিকে নরকের দরজা নাম দেওয়া হয়েছে।
✒️ নেচার এন্ড ওয়েদার ওয়ার্ল্ড