উত্তর দিকে সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

বছরের অধিকাংশ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকা বিশ্বের সবচেয়ে বড় হিমবাহটি আবারও সরে যাচ্ছে। এবার এটি উত্তর দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। হিমবাহটি দক্ষিণ মহাসাগর ছেড়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করছে। এর ফলে সেখানে উষ্ণ জলের কারণে এটি গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ২৩এ নামের এ হিমবাহটি আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (১ হাজার ৫০০ বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)।

১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরবর্তীতে এই মহাসাগরের উপকূলেই আটকে যায়। হিমবাহটির পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল। আর সেখানেই প্রায় ৪০ বছর স্থির ছিল এটি। হিমবাহটি ২০২০ সাল থেকে নতুন করে উত্তর দিকে সরে যেতে শুরু করে। বর্তমান বছরে অগ্রসর হওয়ার গতিবেগ বৃদ্ধি পায়।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এ২৩এ অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে সরে আটলান্টিক মহাসাগরে যাবে যেখানে এটিকে উষ্ণ জলের মোকাবিলা করতে হবে। এরফলে একপর্যায়ে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।

উত্তর দিকে সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ
উত্তর দিকে সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

Photo Gallery

Get A Quote

[contact-form-7 id="7c0c075" title="Contact form 1" html_class="rd-mailform1"]