৮০০ বছর পর ঘুম ভাঙা বিভীষিকা 🌋
১২২৬ সালে শেষ অগ্নুপাত হয়েছিল অতীতের রেকর্ড অনুসারে। তার পর ৮০০ বছর পর পূনরায় ঘুম ভাঙে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরির। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে শেষ এক বছরে দফায় দফায় অগ্নিপাত সব হিসাবের পরিবর্তন করতে বাধ্য করেছে ।
সাভার্টসেঙ্গি আগ্নেয়গিরি আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপের পেনিসুলার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। পৃথিবীতে ২৭৫৫ (২৭৫৪ টি আগ্নেয়গিরির রেকর্ড নথিভুক্ত ছিল সাভার্টসেঙ্গি আগ্নেয়গিরির পূনরায় অগ্নিপাতের পূর্বে) আগ্নেয়গিরির মধ্যে প্রাচীনতম আগ্নেয়গিরি এই সাভার্টসেঙ্গি প্রায় ৪০০০ বছর ধরে সক্রিয় ছিল ১২২৬ সালের আগে ।
#nature_and_weather_world