লস এঞ্জেলেসে দাবানলের গ্রাসে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে, সেগুলোর মধ্যে প্যালিসেইডস ও ইটন অন্যতম। শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত দাবানলকবলিত অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমেছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধির ফলে হ্যানসন ক্যানিয়ন ভ্যালির দিকে আগুনের প্রভাব বিস্তার শুরু করেছে ।
যুক্তরাষ্ট্রে দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দায়ী করা হয়। কিন্তু এবার এ দুই অঞ্চলে বজ্রপাতের কারণে দাবানল হয়নি। কেউ আগুন দিয়েছে বা গ্যাস-বিদ্যুতের সংযোগ থেকে দাবানলের সূত্রপাত হয়েছে; এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। বজ্রপাতের পর এ দুটি উৎসকেই দাবানলের সবচেয়ে বড় দুই কারণ হিসেবে ধরা হয়।
ক্যালিফোর্নিয়ায় ২০২২-২৩ সালে বেশ আর্দ্র ছিল। ফলে ওই সময়ে সেখানে বিপুল গাছপালা জন্মেছে। কিন্তু পরের বছরের খরার কারণে সেই আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। এতে সেখানে প্রচুর পরিমাণে (প্রায় ১৫০ টি) ছোটখাটো দাবানলের সৃষ্টি হয়েছিল।
গত বছরের অক্টোবর থেকে লস অ্যাঞ্জেলেসের সংলগ্ন অংশে কেবল দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এই নজিরবিহীন শুষ্ক সময় এবং সান্তা অ্যানা হিসেবে পরিচিত সমুদ্রের শক্তিশালী ঝোড়ো হাওয়া একসঙ্গে মিলে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকের দাবানলের আগুন ২৩ হাজার ৭১৩ একর জমি গ্রাস করেছে। এদিকে ইটনে পুড়ে ছাই হয়েছে ১৪ হাজার ১১৭ একর জমি।
এদিকে শহরের উত্তর দিকের দাবানলের আগুন ৮৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া শহরের আশেপাশে আরও যে দু’টি দাবানল ছিল, তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার বন দফতর এবং দমকল বিভাগ।
এই দাবানলের জেরে এখনও পর্যন্ত প্রায় ২ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও ২ লাখ মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেয়ে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েই পরিস্থিতির মোকাবিলা করছে দমকল বাহিনী।